সুন্দরবনের দুই বনদস্যু আটক, অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:১২ এএম, ০৯ নভেম্বর ২০১৭
ফাইল ছবি

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ এলাকার মালঞ্চ নদী থেকে বনদস্যু নুর আলম বাহিনীর দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক বনদস্যুরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের মোবারক গাজীর ছেলে খায়রুল গাজী (২২) ও খুলনার পাইকগাছা উপজেলার রামনগর গ্রামের আবু বক্কার গাজীর ছেলে সেলিম গাজী (২৮)।

খুলনা র‌্যাব-৬ এর কমান্ডার লে. জাহিদুল কবীর জাগো নিউজকে বলেন, সুন্দরবনে দস্যু বাহিনীর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবারও অভিযান পারিচালনা করা হয়। এ সময় বনদস্যু নুর আলম বাহিনীর দুই সদস্যকে দুটি দেশীয় পাইপগান ও তিন রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। এছাড়াও ১৭ জেলেকে উদ্ধার করা করা হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।