বাগেরহাটে জেলা প্রশাসকের কার্যালয়ের ৩ কর্মচারী আটক


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৯ জুন ২০১৫

বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে জালিয়াতির মাধ্যমে রেকর্ড বিকৃতি করার অভিযোগে প্রধান রেকর্ড কিপারসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে তাদের আটক করে বাগেরহাট মডেল থানা পুলিশে দেয়া হয়। এঘটনায় বাগেরহাটে রেকর্ড সংক্রান্তের সাথে সম্পৃক্ত ভুক্তভোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তারা বলছেন, দীর্ঘদিন পর হলেও আমরা জালিয়াতি চক্রের হাত থেকে রক্ষা পাবো। এজন্য জেলা প্রশাসকের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এঘটনায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদার বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন।

আটকরা হলেন, বাগেরহাট সদর উপজেলার পাইকপাড়া গ্রামের অমর কুমার বসুর ছেলে জেলা রেকর্ড রুমের প্রধান রেকর্ড কিপার অসীম কুমার বসু (৫৬), চরগ্রামের ডা. করিম ডাকুয়ার ছেলে রেকর্ড রুমের অফিস সহকারী ইলিয়াস হোসেন (৫৩) ও সুলতানপুর গ্রামের মুনসুর আলীর ছেলে রেকর্ড রুমের অফিস সহকারী মনিরুজ্জামান (৪৯)।

বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোজাম্মেল হোসেন মামলার বরাত দিয়ে বলেন, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সারলিয়া গ্রামের হাসান উদ্দিন খলিফার ছেলে আবু সাঈদ খলিফা গত ২৪ জুন রেকর্ড বিকৃতির অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। পরে জেলা প্রশাসক তদন্ত করে অভিযোগের সত্যতা পান। এরপর রেকর্ড রুমের প্রধান রেকর্ড কিপারসহ ৩ জনকে পুলিশে সোর্পদ করেন। তিনি আরও বলেন, এঘটনায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।  মঙ্গলবার আসামিদের।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।