ইভটিজিংয়ের দায়ে বখাটেকে জরিমানা
কক্সবাজারের চকরিয়ায় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের উত্ত্যাক্ত ও ইভটিজিংয়ের দায়ে শহিদুল ইসলাম (৩২) নামে এক বখাটেকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মো.শিবলী নোমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ আদেশ দেন। শহিদুল ইসলাম উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ভেন্ডিবাজারস্থ সওদাগর পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।
সূত্র জানায়, চকরিয়া পুরাতন বিমানবন্দর রোডস্থ কোরক বিদ্যাপীঠ ও চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রী কলেজ সড়কে নিয়মিত যাতায়াতরত ছাত্রীদের দীর্ঘ দিন ধরে উত্ত্যাক্ত করে আসছিল শহিদুল। বুধবার রাতে কোরক বিদ্যাপীঠের মহিলা হোস্টেলের সামনে দাঁড়িয়ে শহিদুল ছাত্রীদের ইভটিজিং করার সময় স্থানীয় জনতা ও বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে হাতেনাতে ধরে ফেলে।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের চকরিয়া থানায় খবর দেন। থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক শহিদুলকে আটক করে নিয়ে যান। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট তাকেকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
সায়ীদ আলমগীর/এফএ/আইআই