বরিশালে ৮ মণ জাটকাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০২ এএম, ১০ নভেম্বর ২০১৭

বরিশালের চরহোগলা সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে জাটকা বহন করায় দুইটি ট্রলারসহ ৪ জনকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। শুক্রবার ভোর রাতে এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড বরিশাল স্টেশনের পেটি অফিসার সাইদুর রহমান জানান, লাহারহাট থেকে দু’টি ট্রলার জাটকা নিয়ে বরিশাল পোর্ট রোড মোকামে বিক্রির উদ্দেশে আসছিল। কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারসহ ৪ জনকে আটক করে। এসময় দু’টি ট্রলার থেকে ৮ মণ জাটকা উদ্ধার করা হয়। জব্দকৃত জাটকা দুস্থদের মাঝে বিতরণের পক্রিয়া চলছে।

আটকরা হলেন, মাছ ব্যবসায়ী মো. আলাউদ্দিন (৩২) ও মো. হাসান, ট্রলার চালক ইকবাল হোসেন (৩০) ও ট্রলার চালক আলী আজগর (৩২)।

সাইফ আমীন/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।