আ.লীগ-যুবলীগ কর্মীকে কুপিয়ে যখম, মামলা বাদীকে মারধর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৩:০১ পিএম, ১০ নভেম্বর ২০১৭

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেন ও যুবলীগ কর্মী ইউসুফ হাওলাদারকে কুপিয়ে যখম করার ঘটনায় মামলা দায়ের করায় বাদীকে মারধর করেছে অভিযুক্তরা।

শুক্রবার সকালে তালতলীর মাছবাজার এলাকায় মামলার বাদী ইউসুফের বাবা মো. জাহাঙ্গীর হাওলাদারের উপর এ হামলা চালায় তারা।

ভুক্তভোগী মো. জাহাঙ্গীর হাওলাদার জানান, তার ছেলে ইউসুফ ও বড়বগী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে কুপিয়ে যখম করারা ঘটনায় বুধবার তিনি তালতলী থানায় ১৮ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল অভিযুক্তরা।

তিনি বলেন, শুক্রবার সকালে তিনি তালতলী মাছ বাজার এলাকায় গেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজভী উল কবীর জোমাদ্দারের নির্দেশে মামলায় অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন জোমাদ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিরাজ জোমাদ্দার, জেলা ছাত্রলীগের সদস্য স্বপন জোমাদ্দার ও হত্যা মামলাসহ একাধিক মামলায় অভিযুক্ত ইলিয়াস জোমাদ্দার তাদের সহযোগীদের নিয়ে লাঠি দিয়ে তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি। আর হামলার নির্দেশ দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজভী উল কবীর জোমাদ্দার।

এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, বাদীর উপর হামলার ঘটনা তিনি অবগত রয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম মিরাজ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।