সুন্দরবনে অস্ত্রসহ তিন বনদস্যু আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:০১ এএম, ১১ নভেম্বর ২০১৭
প্রতীকী ছবি

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খালে অভিযান চালিয়ে একটি পাইপ গান ও ২০ রাউন্ড গুলিসহ তিন বনদস্যুকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

আটক বনদস্যুরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রবিউল ইসলাম, তালার তবিবুর রহমান ও খুলনার রুপসার শহিদুল ইসলাম।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন বনদস্যুকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগানসহ ২০ রাউন্ড গুলি উদ্ধার হয়।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।