গোপালগঞ্জে আখেরি মোনাজাতের মধ্য শেষ হলো ইস্তেমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১১ নভেম্বর ২০১৭

গোপালগঞ্জে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে তিনদিনব্যাপী জেলা ইস্তেমা শেষ হয়েছে। দেশ ও মুসিলম উম্মার শান্তি কামনায় শনিবার দুপুর সাড়ে ১২টায় শহরের মানিকদাহ হাউজিং প্রকল্পের বিশাল খোলা উদ্যানে অনুষ্ঠিত জেলা ইস্তেমার শেষ দিন মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের আহলে সুরা মাওলানা ফারুখ।

গোপালগঞ্জ জেলা মার্কাজের আয়োজনে অনুষ্ঠিত এ ইস্তেমায় গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী বাগেরহাট, খুলনা, নড়াইল, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, পিরোজপুর, বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেম-ওলামাসহ দু’লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এ আখেরি মোনাজাতে অংশ নেন।

জায়গার সংকুলন না হওয়ায় মাঠ সংলগ্ন ফাঁকা জায়গা ও আশপাশের বাড়িতে বসেও মোনাজাতে অংশ নেন অনেকে।

তিনদিনব্যাপী এ জেলা ইস্তেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে নিয়মিত তদারকি করে গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসন। নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‌্যাব ও ফায়ার সার্ভিসসহ তিন শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।

এস এম হুমায়ূন কবীর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।