ছাত্রলীগের সেই ৪ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৬:০৩ এএম, ১৩ নভেম্বর ২০১৭

বরগুনার পাথরঘাটায় তরুণীকে গণধর্ষণ ও হত্যার পর মরদেহ লুকানোর ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার চার ছাত্রলীগ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বরগুনা জেলা ছাত্রলীগের সুপারিশে সোমবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের বহিষ্কার করে।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. জুবায়ের আদনান অনিক জানান, গ্রেফতারের পর ওই চার নেতাকে নিয়ে রোববার রাতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে জেলা ছাত্রলীগের। পরে রাতেই তাদের দল থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে একটি চিঠি পাঠানো হয়। কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করে।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।