অস্ত্র-গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৪ নভেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে সদর উপজেলায় আলোচিত শিপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আমান মাঝিকে (২৮) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। গ্রেফতার আসামি মো. আমান পশ্চিম মাকহাটী মাঝি বাড়ি এলাকার মো. মজিদ মাঝির ছেলে।

মুন্সীগঞ্জ গোয়েন্দা শাখার এসআই মোশাররফ হোসন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০০১ সালের শিপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।