ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ৪ দোকান ক্ষতিগ্রস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৫২ এএম, ১৮ নভেম্বর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে পৌরশহরের কালীবাড়ি মোড়স্থ নোমান ম্যানশন নামে একটি বিপণী বিতানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুটি দোকানের বেশ কিছু মালামাল পুড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, সকালে কালীবাড়ী মোড়স্থ নোমান ম্যানশনে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। কর্তৃপক্ষ গ্যাস সিডিন্ডার বিস্ফোরণে আগুন লাগার কথা বললেও আমরা এখানে গ্যাসের কোনো অস্তিত্ব পাইনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান চলছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও জানা যায়নি।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।