তরুণী হত্যা, ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে জেলে পাঠানোর নির্দেশ
তরুণীকে গণধর্ষণ ও হত্যার পর মৃতদেহ লুকানোর ঘটনায় গ্রেফতার বরগুনার পাথরঘাটা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি রুহি আনাল দানিয়াল ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন ছোট্টকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দানিয়াল এবং সাদ্দামকে হাজির করে তৃতীয় দফায় সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
আদালতের বিচারক হাসিবুল হাসান আগামী ২৩ নভেম্বর রিমান্ডের শুনানির দিন ধার্য করে দানিয়াল এবং সাদ্দামকে জেল হাজতে পাঠানোর নির্দশ দেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, দানিয়াল ও সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় সাতদিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। পরে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়ে ২৩ নভেম্বর রিমান্ডের শুনানির জন্য দিন ধার্য করেছেন।
মিরাজ/এমএএস/জেআইএম