বিএনপি নেতার বাড়ির সামনে ককটেল সাদৃশ্য বস্তু
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের গাংনীস্থ বাড়ির সামনে থেকে একটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে গাংনী থানা পুলিশ বস্তুটি উদ্ধার করে।
তবে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের ভাষ্য, এটি বোমা নয়। আতঙ্ক ছড়ানোর জন্য অজ্ঞাত কেউ রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, গাংনী উপজেলা শহরের উত্তরপাড়ায় নিজ বাড়িতে বসবাস করেন আমজাদ হোসেন। বাড়ির নিচতলায় একটি টোব্যাকো কোম্পানির প্রতিনিধিরা ভাড়ায় থাকেন। কোম্পানির পিকআপ চালক বিল্লাল হোসেন সকালে গাড়ি বের করার সময় লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তুটি দেখতে পান। খবর পেয়ে উৎসুক মানুষের ভিড় পড়ে। এক পর্যায়ে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে তা উদ্ধার করেন। পানি-বালি ভর্তি পাত্রে চুবিয়ে বস্তুটি থানায় নিয়েছে পুলিশ।
আসিফ ইকবাল/এফএ/এমএস