মাদরাসার শ্রেণিকক্ষে ছাত্রের ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:৫১ এএম, ২১ নভেম্বর ২০১৭
প্রতীকী ছবি

নওগাঁর রানীনগরে সিজান (১৮) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বেতগাড়ী হাফেজিয়া মাদরাসার শ্রেণিকক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মাদরাসার চার ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

সিজানের মামা আব্দুর রশিদ বলেন, সিজান গ্রামের ডা. বারিক হোসেনের ছেলে। বাড়ির পাশেই মাদরাসা। প্রতিদিন রাতে ৮-৯টার দিকে বাড়িতে আসত। কিন্তু সোমবার রাত ১০টা পর্যন্ত সিজান বাড়িতে না আসায় মাদরাসাসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। এছাড়া ওইদিন সন্ধ্যার দিকে মাদরাসায় তার পড়ার শব্দ অনেকেই শুনেছে।

মঙ্গলবার সকালে মাদরাসার এক ছেলে শ্রেণিকক্ষে সিজানকে ঝুলন্ত অবস্থায় দেখে সবাইকে জানায়। এরপর থানা পুলিশে সংবাদ দেয়া হয়। এসময় সিজানের দু'হাত পাঞ্জাবি দিয়ে বাঁধা ছিল। এছাড়া স্কার্ফ (মাথায় দেয়া কাপড়) দিয়ে শ্রেণিকক্ষের তীরের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলানো ছিল। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। তদন্ত করে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্বাস আলী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।