মাগুরায় ট্রাকচাপায় নিহত ১ : আহত ২


প্রকাশিত: ০৪:৪১ এএম, ০৩ জুলাই ২০১৫

মাগুরা-ফরিদপুর মহাসড়কের বেলনগর এলাকায় শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় এক পিকআপ ভ্যানের ড্রাইভার নিহত ও ২ জন আহত হয়েছেন।

মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রশিদুল ইসলাম জাগো নিউজকে জানান, সকাল ৯টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের বেলনগর এলাকায় রাস্তার পাশে একটি পিকআপ ভ্যান দাঁড় করিয়ে পেছনের চাকার টায়ার মেরামত করছিলেন চালক রবিন কুমার। এসময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক এসে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে আঘাত করলে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রবিন কুমার মারা যান।

নিহত রবিনের বাড়ি মাগুরার সীমাখালি গ্রামে। এতে ট্রাকের সহকারী ইসমাইল হোসেন ও অপর অজ্ঞাত একজন গুরুতর আহত হন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

মো. আরাফাত হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।