ছেলেকে বাঁচাতে গিয়ে ফুলছড়িতে মা নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ছেলেকে প্রতিপক্ষের হাত থেকে বাঁচাতে গিয়ে মারপিটে জাহানারা বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ আবদুর রশিদ (৩৫) নামে একজনকে আটক করেছেন। গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে মারা যান তিনি। জাহানারা বেগম ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্যে উড়িয়া মশামারি গ্রামের হাবিজার রহমানের স্ত্রী।
উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হামিদ সরকার জাগো নিউজকে জানান, জাহানারা বেগমের ছেলে আলমগীরের সঙ্গে একই গ্রামের আবদুর রশিদের ছেলে মামুন মিয়ার এক মাস আগে মারামারি হয়। পরে ঘটনাটি স্থানীয় সালিশ বৈঠকে অপোষ করা হয়।
ওই সময় মামুনের বাবা আবদুর রশিদ ঢাকায় ছিলেন। আবদুর রশিদ ঢাকা থেকে এসে মারামারির ঘটনা জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে ক্ষিপ্ত হয়ে আলমগীরকে মারেন। এসময় আলমগীরের মা জাহানারা বেগম বাঁধা দিলে তাকেও বেদম মারপিট করা হয়। পরে গুরতর অসুস্থ অবস্থায় জাহানারাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জামাল উদ্দিন মণ্ডল শুক্রবার দুপুরে জাগো নিউজকে জানান, মরদেহের সুরতাল রিপোর্ট তৈরি ও মরদেহ উদ্ধারের জন্য তিনি ঘটনাস্থলে আছেন। এ ঘটনায় জাহানারার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
এমজেড/এমএস