সাতক্ষীরায় বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
সাতক্ষীরার তালা উপজেলায় বাসের ধাক্কায় ফজিলা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজিলা বেগম তালা সদরের মহল্লাপাড়ার মীর আব্দুল গফফারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজিলা খাতুন খুলনায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। কুমিরা এলাকায় পৌঁছালে সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।
আকরামুল ইসলাম/আরএআর/পিআর