মুন্সীগঞ্জে মাদক বহনকারী গাড়ির চাপায় পথচারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৮ এএম, ২৩ নভেম্বর ২০১৭

মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঢাকা-মাওয়া মহাসড়কে মাদকদ্রব্য বহনকারী প্রাইভেটকারের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নীমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ ১৪-৫৫৪৩) আটক করেছে। প্রাইভেটকার থেকে ৭২৫ ক্যান বিয়ার উদ্ধার ও মো. ইব্রাহিম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি জেলার টঙ্গিবাড়ী উপজেলার আপরকাঠা এলাকার প্রয়াত আব্দুল জব্বার মীরধার ছেলে। আটক ইব্রাহিম উদ্ধারকৃত ওই মাদকদ্রব্যের মূল হোতা বলে জানিয়েছে পুলিশ।

হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গোলাম মোর্শেদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য বহনকারী প্রাইভেটকারটি ঢাকা থেকে লৌহজং উপজেলার মাওয়া যাচ্ছিল। পথিমধ্যে জেলার সিরাজদীখানের নীমতলা এলাকায় বেপরোয়া গতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত পরিচয় এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আটক ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।