ভারতে ঢুকার সময় কলারোয়া সীমান্তে ২ তরুণী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১১:৫৫ এএম, ২৩ নভেম্বর ২০১৭

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই তরুণীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাগেরহাটের খুন্তাকাটা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সাহিদা খাতুন (১৯) ও যশোরের শংকরপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী কেয়া খাতুন (১৯)।

কলারোয়ার কাঁকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক মহিউদ্দিন জানান, সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে দুই তরুণী অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে অবৈধভাবে ভারতে যাওয়ার বিষয়টি স্বীকার করেন।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।