গাইবান্ধায় অটোরিকশা চালকের গলাকাটা মৃতদেহ উদ্ধার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রফিকুল ইসলাম (৩০) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার মাঠেরহাট বাজার এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত রফিকুল জেলার সাদুল্যাপুর উপজেলার গয়েশপুর গ্রামের সমেশ আলীর ছেলে।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জহুরুল ইসলাম ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অমিত দাশ/এমজেড/এমএস