নির্বাচনে আসা ছাড়া বিএনপির বিকল্প নেই : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আসা ছাড়া বিএনপির কোনো বিকল্প নেই। তারা যদি নির্বাচনে না আসে তাহলে তাদের অস্তিত্ব সংকট হবে। এই নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপির নেই।
শুত্রবার দুপুরে ভোলার লালমোহনে ১৫২ কৃতি শিক্ষার্থীকে আব্দুল হান্নান হাওলাদার শিক্ষাবৃত্তি প্রদান আনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন শান্তি বিরাজ করছে। গ্রামে গ্রামে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া লন্ডনে বসে ইতিহাস বিকৃতি করে কথা বলেন আর দেশকে অস্থিতিশীল করেন।
তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকারের আমলে ভোলার অনেক উন্নয়ন হয়েছে। নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য ভোলায় প্রায় দুই হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। ভোলার গ্যাস দিয়ে এখানে ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। তখন ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর।
ঢাকাস্থ ভোলা সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন, ঢাকাস্থ ভোলা সমিতির সাধারণ সম্পাদক মো. সহিদুল হক মুকুল মোল্লা, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের স্ত্রী মনোয়ারা বেগম, মেয়ে ডা. তাসলিমা আক্তার, ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএআর/পিআর