মুন্সীগঞ্জে বিএনপির মিছিল পণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৯ এএম, ০৩ ডিসেম্বর ২০১৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মুন্সীগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে। পরে কার্যলয়ের সামনে সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকার বিএনপির কার্যলয়ের নিচে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল হাইয়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার হোসেন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরন, জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি আব্দুল আজিম স্বপন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন মেম্বার, জেলা ছাত্রদলে সাধারণ সম্পাদক মাসুদ রানা, টঙ্গিবাড়ি থানা বিএনপির সভাপতি মুনরুল মনি পল্টনসহ শতাধিক নেতাকর্মী।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।