মাগুরায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
মাগুরা শহরতলীর ভায়না বাসস্টান্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দুপুরে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মো. আক্তারুল মন্ডল (২৫) চুয়াডাঙা জেলার আলমডাঙ্গা থানার হাউসপুর ক্যানাল পাড়ার মো. বিশারত মন্ডলের ছেলে।
মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে মো. আক্তারুল মন্ডলের ব্যাগে ৫১ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ঈদের আগে অধিক মূল্যে ঢাকার বিভিন্ন যায়গায় এ ফেনসিডিলগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো বলেও জানান এ কর্মকর্তা। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।
মো. আরাফাত হোসেন/এসএস/পিআর