মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
সিরাজদিখানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলা নামক স্থানে বাস চাপায় মাটি কাটার শ্রমিক সাহেদ আলী (২৮) মারা গেছেন। তিনি ভোলা চর নুরউদ্দিন গ্রামের মৃত আব্দুল কাদের দেওয়ানের ছেলে।
হাসাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি গোলাম মোর্শেদ তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঢাকাগামী এসএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে, দুপুর সাড়ে ১২টায় উপজেলার শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী নামক স্থানে পিকাপভ্যান চাপায় কৃষ্ণদাসী (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন জানান, আমাদের এখানে নিয়ে এসেছিল কিন্তু তিনি ঘটনাস্থলে মারা যান। নিহত কৃষ্ণদাসী উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী গ্রামের মৃত. সুবল চন্দ্র দাসের স্ত্রী।
ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/এমএস