সিরাজদিখানে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৫ ডিসেম্বর ২০১৭

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া গ্রামের বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় উপজেলার সঙ্গে জেলা শহরের যোগাযোগ এবং টঙ্গীবাড়ির সঙ্গে ঢাকার বাসযোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন ব্রিজ-কালভার্ট সংস্কারের কারণে বিকল্প পথ হিসেবে এই ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল করতো।

মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে রশুনিয়া গ্রামের ব্রিজটি দিয়ে অতিরিক্ত মাল বোঝাই একটি ট্রাক উঠতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পাথর বোঝাই একটি ট্রাক ব্রিজে উঠতে গেলে ব্রিজটি ভেঙে যায়। বর্তমানে ট্রাকটি উদ্ধার কাজে চলছে। পুলিশসহ স্থানীয়রা উদ্ধারে সহায়তা করছে।

উপ-বিভাগীয় প্রকৌশলী (কেরাণীগঞ্জ) এসবি মো. সৈয়দ আলম জানান, উপজেলার সবকটি বেইলি ব্রিজ সংস্কার করা হচ্ছে। এজন্য বিকল্প বেইলি ব্রিজটি দিয়ে হালকা যানবাহন চলাচলের কথা থাকলেও অতিরিক্ত মাল নিয়ে যাতায়াত করায় ব্রিজটি ভেঙে যায় এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থাটি আপাতত বন্ধ হয়ে পড়ে।

ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।