ভিজিএফ’র চাল ফেরত দিলেন পৌর মেয়র


প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৬ জুলাই ২০১৫

বাগেরহাট পৌর সভায় ভিজিএফ কার্ডধারী দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য খাদ্যগুদাম থেকে নিম্নমানের খাওয়ার অযোগ্য চাল সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমান ও বস্তার ওজন কম থাকার অভিযোগে পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান সোমবার বিকেলে ১২টন চাল ফেরত দেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার চার হাজার ৬২০ জন ভিজিএফ কার্ডধারীর মাঝে বিতরণের জন্য পাওয়া বরাদ্দের অংশ হিসেবে এই চাল পৌরসভায় পাঠানো হয়েছিলো।

এ ব্যাপারে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান জানান, জেলা খাদ্য গুদাম থেকে পাঠানো চাল অতি নিম্নমানের ও খাওয়ার অনুপযোগী। তা ছাড়া বস্তা প্রতি গড়ে এক থেকে দুই কেজি করে ওজনে কম রয়েছে। এ চাল পৌরবাসীর মাঝে বিতরণ করা সম্ভব না তাই তা ফেরত দিয়েছি।

তিনি আরো জানান, পৌর এলাকার ভিজিএফ কার্ডধারীদের মাঝে ঈদুল ফিতরের আগে কার্ড প্রতি দশ কেজি করে এই চাল বিতরণ করার কথা। গুদাম থেকে যদি ভাল চাল সরবরাহ করা হয় তবে তা বিতরণ করা হবে। অন্যথায় এই খাওয়ার চাল বিতরণ করা হবে না।

জেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, `এই চালের বয়স প্রায় এক বছর। তাই চাল যে একেবারে ভালো তা বলা যাবে না। তবে তা দুর্গন্ধ যুক্ত বা পোকা যুক্ত না এবং খাওয়ার উপযোগী। আর চালের বস্তাগুলোর ওজন সঠিক রয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরো জানান, বাগেরহাট পৌরসভার জন্য বরাদ্দের রয়েছে ৪৬ হাজার ২০০ কেজি চাল। এর মধ্যে সোমবার ১২ হাজার কেজি চাল পাঠানো হয়েছিলো। এর মধ্যে কয়েকটি বস্তার চালে একটু সাদাটে ভাব ছিলো। দীর্ঘ দিন খাদ্যগুদামে থাকার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। আমরা এগুলো বদলে দিবো বলেও জানান তিনি।

শওকত আলী বাবু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।