মুন্সীগঞ্জে ৩ দিনের জেলা ইজতেমা শুরু
ধলেশ্বরী ও ইছামতির কোলঘেঁষে প্রায় ছয় লাখ বর্গফুট এলাকার পাঁচটি ময়দানে বৃহস্পতিবার ফজর নামাজের পর থেকে শুরু হয়েছে তাবলীগ জামায়াতের তিন দিনের জেলা ইজতেমা। শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার এই আসর।
৬৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রায় লক্ষাধিক মুসল্লিদের জন্য আয়োজিত এই ইজতেমা ঘিরে সকল সুযোগ সুবিধার পাশাপাশি রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
ইজতেমার মাঠ পরিচালক ও প্রধান জিম্মাদার ফজলুল হক জানান, মিরকাদিম পৌরসভার পাঁচটি মাঠকে চারটি ভাগে ভাগ করে ছয়টি উপজেলার মুসল্লিদের জন্য আলাদা জিম্মাদার নির্ধারণ করা হয়েছে। ইজতেমা শেষে এই ময়দান থেকেই তাবলীগের তিনশ টিম পাঠানো হবে দেশের বিভিন্ন অঞ্চলে।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, ইজতেমার ময়দান জুড়ে পুলিশের বিভিন্ন সংস্থার চার শতাধিক সদস্য কাজ করছে। নিরাপত্তার জন্য ৮টি সিসি ক্যামেরা ও একটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। এছাড়া থাকছে ৩টি মেডিকেল ক্যাম্প ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট। রয়েছে মেডিকেল টিম ও পর্যাপ্ত ওষুধের ব্যাবস্থা।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/আরআইপি