দেশে আগাম নির্বাচনের প্রয়োজন নেই : মেনন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৮:০৫ এএম, ০৭ ডিসেম্বর ২০১৭

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশে আগাম নির্বাচনের কোনো প্রয়োজন নেই, সম্ভাবনাও নেই।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুরের ভাটপাড়া ডিসি ইকোপার্ক উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, গুমের ঘটনার সূত্রপাত বিএনপি-জামায়াতের আমল থেকেই। বর্তমানে গুমের ঘটনা কমে এসেছে। তবে পত্র পত্রিকায় এসব ঘটনা বেশি আসছে। আন্তর্জাতিকভাবেও গুমের ঘটনা রয়েছে। খুন, গুম ও ধর্ষণের মতো ঘটনা কোনোক্রমেই সমর্থনযোগ্য নয়।

মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হচ্ছে ডিসি ইকোপার্ক। মন্ত্রী পার্কের নামফলক উদ্বোধন করেন। এরপর পার্কে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।

আসিফ ইকবাল/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।