গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় নিরব হোসেন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরব হোসেন উপজেলার ভোমরদহ গ্রামের দিনমজুর শফিকুল ইসলামের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে নানাবাড়ি সাহারবাটি গ্রামে বেড়াতে যায় শিশু নিরব। ঘটনার সময় নানাবাড়ির সামনের সড়ক দিয়ে চলার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুতপা রায় বলেন, শিশুটির মাথার পেছনে গুরুতর আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়। এতে তার মৃত্যু হয়েছে।
আসিফ ইকবাল/আরএআর/পিআর