চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে স্কুলছাত্রী খাদিজা খাতুন (১৫)।
এ ঘটনায় শুক্রবার রাতে ছাত্রীর বাবা খোদা বক্সকে (৫০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান।
জানা যায়, উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের আবুল কাশেমের ছেলে মাহতাব উদ্দীনের (২৬) সঙ্গে একই উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের খোদাবক্সের মেয়ে খাদিজা খাতুনের বিয়ের কথা চূড়ান্ত হয়। সে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
শুক্রবার বিকেলে কনের বাড়িতে বরযাত্রীরা উপস্থিত হয়ে খাওয়া-দাওয়া শেষ করে বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। এসময় খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরপক্ষের লোকজন পালিয়ে গেলেও কনের বাবা খোদা বক্সকে আটক করে পুলিশ। রাতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।
সালাউদ্দিন কাজল/এফএ/এমএস