দেশের প্রথম কুমিল্লায় পস মেশিনের কার্যক্রম চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:২০ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭

কুমিল্লায় বিগত ৩ বছরে রাজস্ব আদায়ে ধারাবাহিক অগ্রগতির পর এবার পুরো জেলায় ‘পস’ মেশিনে মামলার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জেলা পর্যায়ে দেশের মধ্যে কুমিল্লায় প্রথমবারের মতো পস মেশিনের মাধ্যমে ই-ট্রাফিকিং সিস্টেম কার্যক্রম চালু করা হলো।

বুধবার দুপুরে নগরীর কান্দিরপাড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। উদ্বোধনী দিনে সন্ধ্যা পর্যন্ত ১২টি মামলায় ৮ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, ট্রাফিকিং ব্যবস্থায় মোটরযান চালক ও মালিকদের দ্রুত সেবা প্রদানের লক্ষে কুমিল্লা জেলায় ই-ট্রাফিকিং সিস্টেম চালু করা হয়েছে। এজন্য ‘পস’ মেশিনে ট্রাফিক পুলিশের মামলা ও জরিমানা আদায় সংক্রান্ত বিষয়ে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়।

এদিন দুপুরে নগরীর কান্দিরপাড়ে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের উপস্থিতিতে পস মেশিনের কার্যক্রম চালু করা হয়। জেলা ট্রাফিকের কর্মকর্তারা নগরীর ভাটপাড়া এলাকার মোজাম্মেল হক নামে এক মোটরসাইকেল চালককে হেলমেটবিহীন অবস্থায় আটক করে। এসময় হেলমেট না থাকায় তাকে পস মেশিনের মাধ্যমে ২শ টাকা জরিমানা করে এবং মোটরসাইকেল চালক মোজাম্মেল তাৎক্ষণিক ইউক্যাশের মাধ্যমে প্রথম জরিমানার টাকা পরিশোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-মামুন, তানভীর সালেহীন ইমন, ডিআইও-১ মাহবুব মোরশেদ, জেলা ট্রাফিক পরিদর্শক আহমদ নূর ও কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মো. আবু ছালাম মিয়া প্রমুখ।

প্রতিক্রিয়া ব্যক্ত করে মোজাম্মেল হক জানান, আগে মোটরসাইকেল আটক করা হলে পুলিশ লাইনে গিয়ে সময়ক্ষেপণসহ নানা হয়রানির শিকার হতে হতো। ডিজিটাল পদ্ধতির এ কার্যক্রম চালু হওয়ায় তিনি সরকার ও পুলিশ বিভাগকে অভিনন্দন জানান।

তিনি বলেন, নগরী বা কোথাও বের হওয়ার সময় আর কখনও হেলমেট বা কাগজপত্র ছাড়া বের হব না। এক্ষেত্রে সকলকে আরও সচেতন হতে হবে।

কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বিপিএম বলেন, দেশের মধ্যে জেলা পর্যায়ে প্রথম কুমিল্লায় এ কার্যক্রম শুরু হয়েছে। নগরীসহ জেলার ১৭টি থানায় ৪৬টি পস মেশিন দেয়া হয়েছে। এ মেশিনের মাধ্যমে গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও পূর্বে মামলা হয়েছে কি-না এ ধরনের সকল তথ্য পাওয়া যাবে।

কামাল উদ্দিন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।