গোয়ালন্দে বাসচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭
প্রতীকী ছবি

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় পটুয়াখালীগামী ঈগল পরিবহনের একটি বাসের চাপায় রিকশাচালক অাব্দুল খালেক ও রিকশার যাত্রী নাজিম উদ্দিন নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের জমিদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের সরুপার চর গ্রামের জুরেন সেখের ছেলে এবং রিকশাচালক অাব্দুল খালেক একই গ্রামের দরোগ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যবসায়ী নাজিম উদ্দিন গোয়ালন্দ বাজার থেকে অাব্দুল খালেকের রিকশায় করে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। রিকশাটি দৌলতদিয়া-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে অাসা পটুয়াখালীগামী ঈগল পরিবহনের বাসটি রিকশাকে চাপা দেয়। এ সময় রিকশাচালক ও রিকশার অারোহী দু’জন ঘটনাস্থলে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে অাহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের ওসি নবি হোসেন খান বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

রুবেলুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।