মুন্সীগঞ্জে প্রশ্ন ফাঁস : আটক আরও ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৩ এএম, ১৪ ডিসেম্বর ২০১৭

মুন্সীগঞ্জের সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় দম্পতি ও শিক্ষকসহ আরো ৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া এ ঘটনায় আগে আটককৃত ৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- সরকারি হরগঙ্গা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেন (৩০), তার স্ত্রী সম্পা আক্তার (২২), হরগঙ্গা কলেজে (মাস্টার্স) বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু (২৬), বছিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ফারিয়া সুলতানা সোনিয়া (২৯) ও কাকলি (২৮)।

এদিকে মঙ্গলবার রাতের অভিযানে আটক মো. কাজিম, রফিকুল ইসলাম, রতন মিয়া, আব্দুর রহিম, মো. কামরুল, মোস্তাফিজুর রহমান, রিয়াজ মিয়া, সাখাওয়াত হোসেন ও জাকির হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সাচ্চু মিয়া জানান, আগের আটক ৯ জনকে বুধবার আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আমলী আদালত-১ এর বিচারক হায়দার আলি আজ বৃহস্পতিবার রিমান্ডের শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরো জানান, আটকৃতদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (সংশোধনী/২০০৯) ৬৩ ধারায় মামলা করা হয়েছে।

জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, ইতোমধ্যেই ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জড়িতদের কাছ থেকে তথ্য নিয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।

তিনি বলেন, উপজেলার সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সকল পরীক্ষা ১৭ ডিসেম্বর থেকে পুনরায় শুরু করার সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ, মুন্সীগঞ্জ সদর উপজেলার ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার দুটি (বাংলা ও ইংরেজি) বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুই রাতে শিক্ষক, শিক্ষার্থী, দম্পতি ও মধ্যসত্যভোগীসহ অন্তত ১৪ জনকে আটক করা হয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।