লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় উম্মেহেনা (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার কাজিপুর-বামুন্দী সড়কের সাহেবনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উম্মেহেনা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ও সাহেবনগর গ্রামের আবু সামার মেয়ে।
মেহেরপুর গাংনীর পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আলী রেজা জানান, উম্মেহেনা বাড়ি সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়েছিল। পিছন থেকে একটি স্যালোইঞ্জিন চালিত লাটাহাম্বার ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে। স্থানীয়রা লাটাহাম্বারের চালককে আটক করে পুলিশে দিয়েছে।
আসিফ ইকবাল/এফএ/আইআই