স্কুল কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষে পুলিশসহ আহত ১৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৩:৩৪ এএম, ১৬ ডিসেম্বর ২০১৭

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় চরচান্দা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পুলিশের এএসআই রেজাউল (৩৫), কনস্টেবল হেলাল (৩৫), ত্বকি হাওলাদারর (৫০), ওমর মোল্যা (৩৫) ও খোরশেদ হাওলাদারের (৩৫) নাম পাওয়া গেছে। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শরীয়তপুর সদর হাসপাতাল ও ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরচান্দা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিজয়ী হন আমিন হাওলাদার। আমিন নির্বাচিত হওয়ায় তার লোকজন পরাজিত তারা হাওলাদারের বাড়িতে হামলা চালায়। এতে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ১৭ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) থান্দার খায়রুল হাসান বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ছগির হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।