চুয়াডাঙ্গায় বিএনপির র‌্যালিতে যুবলীগের হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:২৮ এএম, ১৬ ডিসেম্বর ২০১৭

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপির বিজয় দিবসের র‌্যালিতে হামলা চালিয়েছে যুবলীগের নেতা-কর্মীরা। এসময় উভয় পক্ষের মোট ১৩ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিএনপি নেতা জালাল উদ্দীন (৩৫), শফিউল্লাহ (৪০), রাসেল (২৮), আলতাফ উদ্দীন (৩০), হাসমত আলী (৩২), সাইফুল (২০), জাহিদ হোসেন (২৬), আপু (২৯) ও বাদলসহ (২২) ১০ জন এবং যুবলীগ নেতা আব্দুর রহমান (৩৭) ও মিলনসহ (২১) ৩ জন।

জানা যায়, শনিবার সকালে দর্শনা রেলইয়ার্ড থেকে বিজয় দিবসে বিএনপির একটি র‌্যালি বের হয়ে শহরের বিশ্বাস মার্কেটের কাছে এসে পৌঁছায়। এসময় যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মী র‌্যালিতে হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে র্যালিটি পণ্ড হয়ে যায়।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জিএম এমদাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি এখন শান্ত আছে।

সালাউদ্দিন কাজল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।