মুক্তিযোদ্ধাকে মারধর করলেন ভুয়া মুক্তিযোদ্ধারা
জামালপুরের মেলান্দহে এক মুক্তিযোদ্ধাকে ওই এলাকার কিছু ভুয়া মুক্তিযোদ্ধা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, হামলাকারীরা বরাবরই ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে অভিযুক্ত হয়ে আসছিল। আমি ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সব সময় অভিযোগ করে আসছিলাম।
তিনি বলেন, শনিবার আমি উমির উদ্দিন পাইলট স্কুল মাঠ থেকে বিজয় দিবসের কুচকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধা সংসদে আসার পরপরই আবুল হোসেন, মোহাম্মদ আলী, নাজিম উদ্দিনসহ ১০/১২ জন ভুয়া মুক্তিযোদ্ধা পূর্ব পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালিয়ে মারধর করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় মুক্তিযোদ্ধার শরীরের বিভিন্ন স্থানে জখমসহ ডান হাতের আঙুল ফেটে যায়। হামলাকারীরা তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে চলে যায় খবর পেয়ে মেলান্দহ হানাদারমুক্তকারী আ. করিম মেম্বার, সাবেক কমান্ডার আলহাজ এসএম আ. মান্নান, আনোয়ার মাস্টারসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদের চলতি দায়িত্বরত কমান্ডার (ইউএনও) তামীম আল ইয়ামিন বলেন, মুক্তিযোদ্ধা সংসদে হট্টগোলের কথা শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
এদিকে, মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাবেক কমান্ডার আলহাজ এসএম আ. মান্নান বলেন, ভুয়া মুক্তিযোদ্ধারা ওই মুক্তিযোদ্ধাকে মারধর করেছে।
এএম/আরআইপি