মেলান্দহে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন আরোহী। শনিবার সন্ধ্যা ৬টার দিকে নয়ানগর ইউনিয়নের কাঙ্গালকুর্শা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেলান্দহের নয়ানগর ইউনিয়নের মেঘারবাড়ি গ্রামের ফুল মিয়ার ছেলে মামুন (২৮) এবং চরগোয়ালীনি ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম(৩২)।
মেলান্দহ থানা পুলিশের এসআই মো. রফিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের নয়ানগর ইউনিয়নের ডেফলা ব্রিজ সংলগ্ন কাঙ্গালকুর্শা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেলকে চাপা দেয়।
এ সময় ওই দুই মোটরসাইকেলের আরোহী মামুন এবং জাহাঙ্গীর আলম ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে অপর তিন আরোহী সুজন মিয়া, সাইফুল ইসলাম এবং আনোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহত দুইজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
শুভ্র মেহেদী/এএম/আরআইপি