ঝিনাইদহে কর্মজীবী শিশুদের মধ্যে সেলাই মেশিন বিতরণ


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১১ জুলাই ২০১৫

ঝিনাইদহের কালীগঞ্জে কর্মজীবী শিশুদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে `ঝিনাইদহ জেলার কর্মজীবী শিশুদের উন্নতিকরণ প্রকল্প` এর আওতায় ও কিন্ডার মিশনার্ক জার্মানির সহযোগিতায় ১৫ জন কর্মজীবী শিশুর মধ্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ উপলক্ষে সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবপদ বিশ্বাসের সভাপতিত্বে সংস্থার ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল আজিম আনার।

বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার শরিফা আক্তার, শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু প্রমুখ

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এমপি আনার ১৫ জন কর্মজীবী শিশুর মধ্যে নিজ হাতে সেলাই মেশিন তুলে দেন।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।