জামালপুরে ট্রেনের ধাক্কায় শিক্ষক নিহত
জামালপুরে কমিউটার ট্রেনের ধাক্কায় শামসুদ্দিন নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জামালপুর রেলস্টেশন সংলগ্ন বন্দেরবাড়ি লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুদ্দিনের (৬২) বাড়ি শেরপুর জেলার বেনুয়ারচর গ্রামে। জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে শামসুদ্দিন জামালপুর রেল স্টেশনের কাছেই বন্দেরবাড়ি লেভেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শামসুদ্দিন শেরপুরের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শুভ্র মেহেদী/এএম/আরআইপি