রসিক নির্বাচন : ইভিএম ভোটের ফলাফলে এগিয়ে লাঙল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১১:১৫ এএম, ২১ ডিসেম্বর ২০১৭

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের ১৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। ওই কেন্দ্রের দুই হাজার ৫৯ জন ভোটারের মধ্যে এক হাজার ২৫২ জন ভোট দিয়েছেন।

ওই কেন্দ্রের ফলাফলে লাঙল প্রতীক ৬৭৪টি, নৌকা ৩৩৪টি এবং ধানের শীষ প্রতীক ১১৭টি ভোট পেয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয়টি বুথে ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরীক্ষামূলকভাবে রংপুরের ওই একটি কেন্দ্রেই ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন।

রসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জিতু কবীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।