রাজশাহীতে আলাদা অভিযানে গ্রেফতার ৩১
রাজশাহী নগরীতে আলাদা অভিযানে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে সোমবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নগর পুলিশের বিভিন্ন ইউনিট।
পুলিশ জানায়, অভিযানে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয় আরও ৪ জনকে। এছাড়া ৬৩ পিস ইয়াবা, ৪৩০ গ্রাম গাঁজা এবং ৯ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয় ১১ জনকে।
অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ছয়জন, মতিহার থানা ১০ জন, শাহমখদুম থানা তিনজন এবং নগর ডিবি একজনকে গ্রেফতার করে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আলাদা অভিযানে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/এএম/আইআই