ভিক্ষুককে দোকান দিলেন সাতক্ষীরার এসপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭

সাতক্ষীরায় যোগদান করেই মানবিক কাজে সবাইকে উদ্বুদ্ধ করে চলছেন পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। সাতক্ষীরা জজ কোর্ট সংলগ্ন এলাকায় ভিক্ষা করে বেড়ানো প্রতিবন্ধী ভিক্ষুক রেহেনা খাতুনকে চা-পানের দোকান করে দিয়েছেন পুলিশ সুপার। মঙ্গলবার বিকেল ৪টায় দোকানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- সাতক্ষীরা বঙ্গবন্ধু যুব আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি, কোর্টের এপিপি তামিম আহম্মেদ সোহাগ, দৈনিক সাতক্ষীরার সম্পাদক ও একাত্তর টিভির রিপোর্টার বরুণ ব্যানার্জী।

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমি প্রত্যাশা করি চা-পানের দোকানটির মধ্য দিয়ে অসহায় রেহেনা খাতুন ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান, সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক তানভীর আহম্মেদ চৌধুরী, অ্যাডভোকেট মনিরউদ্দীন, অ্যাডভোকেট সবুজ, অ্যাডভোকেট জিয়া, অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট সাইদুজ্জামান জিকু, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাংবাদিক শাহিদুর রহমান, অমিত কুমার, খলিলুর রহমান, আবু সাঈদসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

উপস্থিত সকলে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার সাজ্জাদুর রহমানকে অসহায় প্রতিবন্ধীকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকার প্রতিবন্ধী ভিক্ষুক রেহেনা খাতুনের অসহায়ত্বের কথা তুলে ধরে ফেসবুকে প্রচারণা চালানোর পর তিনি তার পুনর্বাসনের দায়িত্ব নেন।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।