মুন্সীগঞ্জে ছাত্রলীগের ৪ শাখা কমিটি বিলুপ্ত, ১টি স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭

মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের শাখা কমিটির ৪টি কমিটি বিলুপ্ত ও একটি কমিটিকে স্থগিত করেছে জেলা ছাত্রলীগ। দলীয় নিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেলের স্বাক্ষর সম্বলিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিলুপ্ত কমিটিগুলো হলো- বিক্রমপুর টঙ্গীবাড়ি ডিগ্রী কলেজ শাখা, পাঁচগাঁও ইউনিয়ন শাখা, যশলং ইউনিয়ন শাখা কমিটি। এছাড়া টঙ্গীবাড়ি উপজেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা জানান, যশলং কমিটির সভাপতি যাকে করা হয়েছে সে মাত্র চতুর্থ শ্রেণি পাস, বেতকা কমিটিতে যাকে সভাপতি করা হয়েছে সে বিবাহিত ও সাধারণ সম্পাদকের চেয়ে বয়সে ছোট, পাঁচগাঁও কমিটির সভাপতি অছাত্র এবং টঙ্গীবাড়ী কলেজের কমিটি সময়মতো না করা ও দলীয় শৃঙ্খলা ও নিয়ম ভঙ্গের কারণে ছাত্রলীগের শাখা কমিটির ৪টি কমিটি বিলুপ্ত ও একটি কমিটি স্থগিত রাখা হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল বলেন, টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগ বিভিন্ন ইউনিয়নে ছাত্রদলের কর্মীদের কমিটিতে পদ দিয়েছে এবং বিভিন্ন ইউনিয়নে টাকা লেন-দেনের অভিযোগ ও আমাদের কাছে এসেছে। বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠনকে আমরা কলঙ্কের ছায়া লাগতে দিতে পারি না। আমরা ছাত্রলীগের অভ্যন্তরীণ মিটিংয়ের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।