জীবননগরে ইউপি নির্বাচনে আ.লীগ ২ বিএনপি ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে দুইজন এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে একজন বিজয়ী হয়েছেন।

উথলী ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে আবুল কালাম আজাদ ৪ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আব্দুল হান্নান পেয়েছেন ৩ হাজার ১৮৯ ভোট।

কেডিকে ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে খায়রুল বাশার শিপলু ৪ হাজার ৫০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে তানভীর হোসেন পেয়েছেন ৩ হাজার ৩৭৮ ভোট।

মনোহরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে সোহরাব হোসেন খাঁন ৩ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে কামরুজ্জামান পেয়েছেন ৩ হাজার ৩৭৮ ভোট।

সালাউদ্দীন কাজল/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।