আপেলের কার্টনে গাঁজা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০২:৪৪ এএম, ২৯ ডিসেম্বর ২০১৭

খাগড়াছড়িতে পুলিশি অভিযানে আপেলের কার্টন থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিনব কায়দায় পাচারকালে ১০ কেজি গাঁজাসহ রবি শঙ্কর ত্রিপুরা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা শহরের জিরো মাইল এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়েছে। আটক রবি শঙ্কর ত্রিপুরা জেলা শহরের ঠাকুরছড়া এলাকার বাসিন্দা কানন জ্যোতি ত্রিপুরার ছেলে।

খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো. আবদুল হান্নান জানান, খাগড়াছড়ি থেকে ঢাকায় বিপুল পরিমাণ গাঁজা পাচারের প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের জিরো মাইল এলাকায় একটি দ্রুতগামী টমটম থেকে আপেলের কার্টনভর্তি ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় টমটম চালক রবি শঙ্কর ত্রিপুরাকে আটক করা হয়।

গাঁজাগুলো নৈশকোচে ঢাকা যাওয়ার কথা ছিল বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে রবি শঙ্কর ত্রিপুরা। তবে উদ্ধারকৃত গাঁজাগুলো একই এলাকার বাসিন্দা তুইসা মং মারমার বলে দাবি করেছে সে।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।