সাতক্ষীরায় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:২৭ এএম, ৩০ ডিসেম্বর ২০১৭
প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগরে দুর্বৃত্তের হামলায় আছাদুর রহমান (৩৮) নামে এক চিংড়ি ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার নুরনগর দেওড়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আছাদুর রহমান পার্শ্ববর্তী আড়ংগাছা গ্রামের আব্দুল জব্বার গাজীর ছেলে।

স্থানীয় মোবারক হোসেন ও আজিজুল হক জানান, শুক্রবার রাত ৮টার দিকে আছাদুর নুরনগর বাজার হয়ে পার্শ্ববর্তী দেওড়াবাড়ী এলাকায় তার মৎস্য খামার থেকে ফিরছিলেন । কিছুক্ষণ পর একই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় আছাদুরকে পড়ে থাকতে দেখে। এ সময় তারা দ্রুত আছাদুরকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক আইয়ুব আলীর ক্লিনিকে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড না ছিনতাইয়ের ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।