গাজীপুরে সুতার কারখানায় আগুনে দগ্ধ ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৩১ এএম, ৩০ ডিসেম্বর ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি সুতার কারখানায় জেনারেটরের সাইলেন্সর বিস্ফোরিত হয়ে আগুন লেগে দুইজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মৌচাক এলাকায় বেলকুচি স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহতরা হলেন - কারখানার সহকারী প্রকৌশলী মো. হানিফ মিয়া (২২) ও তার সহকারী মো.সাইফুল ইসলাম (৩০)।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল আলম জানান,জেনারেটরের সাইলেন্সর বিস্ফোরিত হয়ে আগুন ধরে দ্রুত জেনারেটর কক্ষে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে জেনারেটর কক্ষে থাকা সাইফুল ও হানিফ দগ্ধ হন। আর জেনারেটরটি ক্ষতিগ্রস্ত হয়। দগ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।

কারখানার চিকিৎসক মো. সিরাজুল ইসলাম জানান, সাইফুলের শরীরের প্রায় ২৫ শতাংশ আর হানিফের ২৩ শতাংশ পুড়ে গেছে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।