হবিগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১২:১৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭

হবিগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। বিবদমান দুই পক্ষের বিরোধ মীমাংসা করে আগামী ২ বছরের জন্য দু’টি কমিটি গঠন করা হয়।

২০১৮ সালে মোহাম্মদ শাবান মিয়াকে সভাপতি এবং রাসেল চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়। আর ২০১৯ সালে দায়িত্ব পালনের জন্য হারুনুর রশিদ চৌধুরীকে সভাপতি এবং সৈয়দ এখলাছুর রহমান খোকনকে সাধারণ সম্পাদক করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট এ দু’টি কার্যনির্বাহী কমিটি ক্রমান্বয়ে দুই বছর দায়িত্ব পালন করবে। এ উপলক্ষে রোববার দুপুর থেকে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি গোলাম মোস্তফা রফিক।

সভায় প্রতিবেদন ও অডিট প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক চৌধুরী মো. ফরিয়াদ। এতে ক্লাবের সব সদস্য অংশগ্রহণ করেন। এর আগে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির ও প্রেস ক্লাবের সহযোগী সদস্য শহীদ উদ্দিন চৌধুরীর মধ্যস্থতায় এ বিরোধ মীমাংসা করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।