কুষ্টিয়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই বোনের মৃত্যু
কুষ্টিয়ার খোকসায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তাহিয়া (৩) ও তাথৈ (২) নামে দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের ক্লাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহিয়া ও তাথৈ কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর নাতনী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রাইভেটকারযোগে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর ছোট মেয়ে তন্বী ও জামাই জাহিদ হোসেন পরিবারসহ ঈদের ছুটিতে ঢাকা থেকে কুষ্টিয়ায় ফিরছিলেন। দুপুর ১২টার দিকে প্রাইভেটকারটি কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের ক্লাব মোড় এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় প্রাইভেটকারটি পানিতে তলিয়ে যায়।
প্রাইভেটকারের ভেতরে থাকা পৌর মেয়রের ছোট মেয়ে ও জামাই বেরিয়ে আসলেও তাদের দুই মেয়ে তাহিয়া ও তাথৈ তলিয়ে যায়। পরে স্থানীয়রা তল্লাশি করে মৃত অবস্থায় দুই বোনকে উদ্ধার করে।
খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ খান জানান, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়। খাদে বেশি পানি থাকায় প্রাইভেটকারটি তলিয়ে যায়।
আল-মামুন সাগর/এসএস/এমএস