মাহিন্দ্র উল্টে ব্যবসায়ী নিহত
খাগড়াছড়িতে যাত্রীবাহী মাহিন্দ্র উল্টে মো. আবদুল কুদ্দুস (৬০) নামে এক আখ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন তিনজন। সোমবার সকালে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ির অযোধ্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আবদুল কুদ্দুস ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা।
আহতরা হলেন- নোয়াখালীর সেনবাগের মো. জাকির হোসেন (৫৫), স্কুলশিক্ষক মো. গোলাম মোস্তফা (৫০) ও মাহিন্দ্র চালক মো. আবদুল হান্নান। ঘটনার পরপরই মাহিন্দ্র চালক মো. আবদুল হান্নান পলাতক রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে মাটিরাঙ্গা থেকে তবলছড়ি যাওয়ার পথে বেলছড়ির অযোধ্যা এলাকায় পাহাড় নামতে গিয়ে মাহিন্দ্র উল্টে পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে আবদুল কুদ্দুস মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ডা. মো. গিয়াস উদ্দিন।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/আরআইপি